skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeCurrent NewsT20WorldCup: ভারত বিদায়ে বেসামাল আইসিসি!

T20WorldCup: ভারত বিদায়ে বেসামাল আইসিসি!

Follow Us :

ব্রাজিল বা আর্জেন্টিনা যদি বিশ্ব কাপ সেমি ফাইনালের আগে বিদায় নেয়, তাহলে কি বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে ফিফা? উত্তর নিশ্চিতভাবে হবে-না। কিন্তু ক্রিকেট বিশ্ব কাপে? ভারত যদি শেষ চারে না পৌঁছতে পারে-তাহলে? এবারই যা হল। আইসিসি বিশ্ব কাপের আর তিনটি ম্যাচ বাকি। ২ টি সেমি ফাইনাল আর ফাইনাল বাকি। ভারত সুপার টুয়েলভের গন্ডি টপকাতে পারেনি। কোহলি-রোহিতরা গ্রুপে তিন নম্বর স্থান পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। আর তাতেই বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ে গেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা – আইসিসি। সমস্যায় পড়েছে আরব দুনিয়ার পর্যটনও।
এ যেন সেই ফ্ল্যাশ ব্যাক!

সেই গুরু গ্রেগ জমানার ২০০৭-এর ইতিহাস যেন আবার ফিরে এল এই ২০২১ সালে! সেবার ভারত ওয়েস্ট ইন্ডিজে গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশের কাছে এক ম্যাচ হেরেই বিদায় নিয়েছিল। একইভাবে ২০২১-এ নকআউট পর্বের আগেই ভারতীয় দল দেশে ফিরে এসেছে। আর এতেই হাহাকার আইসিসির সদর দপ্তর শহরে!টিভি রাটিং- টিআরপি, বিজ্ঞাপন রেভিনিউ- সব শেষ টুর্নামে্ন্টের শেষ তিন ম্যাচ বাকি থাকতেই!
২০০৭ সালে ভারতীয় দল বিদায় নিয়েছিল টুর্নামেন্টের ৩৭ ম্যাচ বাকি থাকতে। ২০২১- সালে অবশ্য এত আগে নয়, মাত্র তিন ম্যাচ আগেই বিদায়। তাতেই ক্ষতির বহর এমন, পাকিস্তান-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-নিউজিল্যান্ডদের নিয়ে সামাল দেওয়া যাচ্ছে না। আর এরই মধ্যে আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবারের টুর্নামেন্টে সুপার টুয়েলভে ভারত-পাকিস্তান ম্যাচটি টি২০-র ইতিহাসে সবথেকে বেশি ভিউয়ারশিপ টেনেছে। প্রায় তিন বছর পর মুখোমুখি হয়েছিল দুই দল।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেই বিরাট

বার্ক রাটিং দেখাচ্ছে, ১৬৭ মিলিয়ন দর্শক ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ উপভোগ করেছেন। এতদিন এই রেকর্ড ছিল ২০১৬ সালের ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের। সেই ম্যাচ ১৩৬ মিলিয়ন ভিউয়ারশিপ মিলেছিল। ভারত-পাকিস্তান ম্যাচে লাইভ ম্যাচে ১০ সেকেন্ড স্লটে বিজ্ঞাপনের মূল্য উঠেছিল ২৫ লক্ষ টাকা। ভারত-পাক ম্যাচ থেকেই টিভি সম্প্রচারকারী সংস্থা ১০০ কোটি টাকার বেশি নাকি মুনাফা করেছে।
এমনিতে ইংল্যান্ড বিশ্বকাপে আইসিসি বেশি লাভ করতে পারেনি। বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার জন্য ২০১৯ বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে খুব বেশি আয় করতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

সেবারের ক্ষতি পুষিয়ে দেওয়ার মোক্ষম সুযোগ ছিল এবারের আমিরশাহির টি-টোয়েন্টি বিশ্বকাপে। শুরুতে ভারতে এই টুর্নামেন্ট হবে এতা ঠিক ছিল।আইসিসির আশা ছিল, কোষাগার অনেকটাই ভরে যাবে। করোনা পরিস্থিতিতে দেশে বিসিসিআই টুর্নামেন্টটি সামলাতে না পেরে আমিরশাহিতে টুর্নামেন্ট আয়োজন করে। সেটাই প্রাথমিকভাবে ধাক্কা খায়। আইসিসি-এ এক কর্তা বলেছেন, “ভারতে এই মাপের ক্রিকেট টুর্নামেন্ট হলে যে উন্মাদনা চড়তে থাকে, সেটাই তো নেই আমিরশাহিতে।”

এর উপরে আইসিসিকে ধাক্কা দিয়েছে ভারতের ফাইনালের আগে ছিটকে যাওয়া। স্পনসর থেকে বিজ্ঞাপন দুনিয়া – আশাবাদী ছিল ভারত সেমি ফাইনালেতে উঠবেই। তবে সুপার টুয়েলভ গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটেছে আটটি দলের। এর মধ্যে রয়ে গেছে ভারতও। পাকিস্তান এবং নিউজিল্যান্ড ম্যাচে ভারতের হারের পরেই এমন কিছুর আশংকা ছিল আইসিসির। সেই আশঙ্কাই সত্যি হয়ে যায় রবিবার। নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যেতেই।
আইসিসি আর টিভি সম্প্রচার স্বত্ব যাদের হাতে তাদের আসা ছিল, ভারত গ্রুপ পর্বের গন্ডি টপকাতে পারলেই ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের সম্ভবনা প্রবল ছিল। সেই উন্মাদনাকে কেন্দ্র করেই গ্রুপ পর্বের তিনগুন দামে স্লট বুকিংয়ের প্ল্যানিং করেছিল সম্প্রচারকারী স্টার স্পোর্টস সংস্থার। তবে ভারত ছিটকে যাওয়ায় টুর্নামেন্ট ঘিরে আগ্রহ প্রচূর কমে গিয়েছে।

জানা গেছে, নতুন করে কোনও বিজ্ঞাপনদাতা সংস্থা সেমিফাইনাল এবং ফাইনালের স্লট বুকিংয়ে আগ্রহ আর দেখায়নি। বিশ্র কলাপ বলে কথা-প্রত্যাশিত মূল্যের অনেক কম দামেই টিভি স্লট বুকিং করা হয়েছে।

আর এই আর্থিক ঘাটতিই আইসিসির কোষাগারে ধাক্কা মারতে চলেছে। অভিজ্ঞ মহল বলছে, ভারত ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ছিটকে যাওয়ার পরে শুধু সম্প্রচারকারী বা আয়োজক আইসিসি নয়, ক্যারিবীয় মুলুকে ট্র্যাভেল এবং ট্যুরিজম ব্যবসাতেও বেজায় ধাক্কা লেগেছিল। সেই ক্ষতি এবার আবার মরু শহরেও। ভারত সেমি ফাইনালে যাবে ধরে নিয়ে ভারত থেকে যাঁরা দুবাইয়ে পাড়ি জমাবেন ঠিক করে রেখেছিলেন- সেই সমস্ত হোটেল বুকিং, অ্যাপার্টমেন্ট বুকিং ক্যানসেল হয়েই চলেছে।

বলাই ভালো – সবমিলিয়ে ব্যাপক ক্ষতির মুখে আইসিসি পড়তে চলেছে।আগামিদিনে এই ক্ষতির ধাক্কা কীভাবে সামলাবে আইসিসি, এখন সেটাই দেখার।

ছবি:সৌ-টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Howrah | Manoj Tiwary | মুখ্যমন্ত্রীর নির্দেশ হাওড়া পুরসভার বৈঠকে, কী কী সিদ্ধান্ত হলো?
03:50:25
Video thumbnail
NEET ইস্যুতে উত্তাল, মুলতুবি হলো সংসদ
02:12:46
Video thumbnail
Delhi Airport | প্রবল বৃষ্টি, ছাদ ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের! মৃত ১, আহত ৮
03:02:21
Video thumbnail
NEET কাণ্ড আজ উত্তাল হবে সংসদ তৈরি INDIA জোট
03:29:10
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
03:01:41
Video thumbnail
Sourav Ganguly | South Africa Cricket Team | দক্ষিণ আফ্রিকাকে হুঙ্কার সৌরভের, ফাইনালের আগে কী বললেন?
00:00
Video thumbnail
Rahul Gandhi | Parliament Session | সংসদে রাহুল গান্ধীর মাইক বন্ধ? কে করলেন বন্ধ?
00:00
Video thumbnail
Parliament session 2024 live | Rahul Gandhi | সংসদে রাহুলের মাইক বন্ধ, তোলপাড় লোকসভা
00:00
Video thumbnail
Mamata Banerjee | টাকার বিনিময় সরকারি জমিতে দোকান! কী বললেন তৃণমূল নেতা
00:00
Video thumbnail
Parliament session 2024 live | Rahul Gandhi | সংসদে রাহুলের মাইক বন্ধ, তোলপাড় লোকসভা
09:03:57